সৌদি আরবের সড়কে প্রকাশ্যে বাংলাদেশিকে হত্যা!
সৌদি আরবের রিয়াদের সিফা সানাইয়া এলাকায় রাস্তার ওপর আবদুল আজিজ মাতব্বর নামের এক প্রবাসী বাংলাদেশিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় এই ঘটনা ঘটে।
নিহত আবদুল আজিজ মাতব্বর শরীয়তপুরের পালং থানাধীন সুজন দহল গ্রামের নূর মোহাম্মদ মাতব্বরের ছেলে। আজিজের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি সিফা সানাইয়া এলাকায় আসবাবপত্রের ব্যবসা করতেন। ২০ বছর ধরে তিনি রিয়াদে বসবাস করছেন।
রিয়াদে অবস্থিত ঢাকা মেডিকেল সেন্টারের পরিচালক আতিকুর রহমান ঘটনাস্থল থেকে খবরটি নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন