সৌদিতে আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন
সৌদি জোটের সামরিক অবস্থানে আবারো ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত বিদ্রোহী সেনারা। সোমবার (৭ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে এ হামলা চালানো হয়। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
ইরানি গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়,ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়েছে। এর আগে গত সপ্তাহে ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের গভীরে তিনটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল তবে সৌদি আরব দাবি করেছে ইয়েমেনের সবগুলো ড্রোনই তারা ভূপাতিত করেছে।
ইয়েমেনের নিরপরাধ বেসামরিক জনগণের ওপর সৌদি আরব ও তার মিত্ররা বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপটে ইয়েমেনের হুথি গেরিলা ও তাদের সমর্থক সেনারা সৌদি আরবের গভীর অভ্যন্তরে পাল্টা হামলা শুরু করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন