সৌদিতে নারী চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের আবাহ শহরে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সূত্রে জানা গেছে, গত শনিবার (৩ মার্চ) রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা এক নারী চালকের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ছিঁটকে পড়ে যান সিরাজুল ইসলাম।
পরে ওই নারী চালক সিরাজুলকে আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ মার্চ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সিরাজুল।
সিরাজুল ইসলামের বাড়ি নোয়াখালী চাটখিলে। তিনি সৌদি আরবে চায়না বোন নামে একটি কোম্পানিতে কাজ করতেন। কোম্পানির কাজে তিনি আল গাছিম থেকে আবাহ যাচ্ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন