সৌদিতে প্রথম মানুষের আগমন ৮৫ হাজার বছর আগে
সৌদি আরবে ৮৫ হাজার বছর আগে প্রথম মানুষের আগমন ঘটেছিল বলে দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদরা।
দুই বছর আগে সৌদির মরুভূমিতে পাওয়া প্রাচীন মানুষের আঙুলের হাড়ের তথ্যের বরাতে তারা এ দাবি করেছেন।
প্রত্নতত্ত্ববিদরা বলছেন, ওই আঙুলের হাড়ের মাধ্যমে আরব উপদ্বীপে প্রাপ্ত প্রথম কোনো আদিম মানুষের জীবাশ্ম পাওয়া গেল।
বিজ্ঞানীদের মতে, হাড়টি ৮৫ হাজার বছর আগে সৌদিতে যাওয়া যাযাবর শিকারিদের কারো।
এর আগেও আদিম মানুষের জীবাশ্ম থেকে ইসরাইল ও চীনে মানব উপস্থিতি সম্পর্কে ধারণা পেয়েছিলেন বিজ্ঞানীরা।
তারা বলেন, তিন লাখ বছর আগে আফ্রিকায় মানুষের বিকাশ শুরুর পর একাধিকবার তারা মহাদেশটি থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অভিবাসী হয়েছিলেন।
সৌদি আরবে পাওয়া আঙুলের এই হাড় পূর্ণ বয়স্ক মানুষের মধ্যমার। ২০১৬ সালে সিনাই উপদ্বীপের সাড়ে পাঁচশ কিলোমিটার দক্ষিণপূর্ব থেকে যা উদ্ধার করা হয়।
জার্মানির বিজ্ঞান ও মানব ইতিহাসবিষয়ক ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউটের মাইকেল পেট্রাগিলা বলেন, এ উপদ্বীপটি দিয়ে আদিম মানুষ আফ্রিকা ছেড়েছিলেন।
এ নিয়ে প্রাণী জগত ও বিবর্তনবিষয়ক জার্নাল ন্যাচারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
সূত্র : নিউইয়র্ক টাইম
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন