সৌদির ওপর দিয়ে ইসরাইল গেল ভারতের বিমান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/03/image-30721-1521779114.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি না দিলেও সৌদি আরব নিজ আকাশসীমা ব্যবহার করে সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে ভারতের বিমানকে।
বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লি থেকে ইসরাইলের রাজধানী তেলআবিবে গেছে প্রথম কোনো ভারতীয় বিমান।
সন্ধ্যা ৬টায় দিল্লি থেকে রওনা দিয়ে রাত ৯টা ৪৫ মিনিটে ইসরাইল পৌঁছায় ‘এয়ার ইন্ডিয়া’র ১৩৯নং উড়োজাহাজটি।
এখন থেকে সৌদির আকাশসীমা ব্যবহার করে দিল্লি-তেলআবিব রুটে সপ্তাহে তিনবার বিমান চলাচল করবে।
সৌদি আরবসহ উপসাগরীয় কোনো দেশের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
তবে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সৌদি রাজতন্ত্রের মসনদে বসার পর রিয়াদের সঙ্গে তেলআবিবের গোপন সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
বিশেষ করে সৌদি রাজার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গোপনে ইসরাইল সফর করেন এবং ইহুদিবাদীদের পরামর্শ অনুযায়ী মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি পাল্টে দিতে ভূমিকা রাখছেন বলে গুঞ্জন আছে।
ইসরাইলি দৈনিক হারেজ জানিয়েছে, ভারতীয় বিমান সৌদির ওপর দিয়ে ইহুদিবাদী রাষ্ট্রে চলাচল শুরুর পর এখন ইসরাইলি বিমানও একই রুটে যাতায়াতের অপেক্ষায় আছে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই রুটটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে ভারতের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের পথ খুলেছে। একই সঙ্গে একে পর্যটন বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ মনে করছে তেলআবিব।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন