স্কুল-কলেজ এমপিওভুক্তির আবেদন শুরু ১০ অক্টোবর
বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ) এমপিও ভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এবিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েব সাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো’র (ব্যানবেইস) ওয়েব সাইটে (www.banbeis.gov.bd)-এর মাধ্যমে আবদেন করা যাবে। সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে এমপিওভুক্তির আবেদন করা যাবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন