স্ত্রী-সন্তানসহ ডেঙ্গু আক্রান্ত সিটি মেয়রের সচিব
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জাহাঙ্গীর আলমের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা (প্রেষণে) ড. সেলিম শেখ স্ত্রী ও সন্তানসহ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎকের পরামর্শে তিনি ডেঙ্গু জ্বরের পরীক্ষা করালে এটি জানতে পারেন।
সচিব সেলিম শেখ শুক্রবার জানান, তারা তিনজনই এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি জানায়, গত মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় নিজ শরীরে ডেঙ্গু রোগের আলামত দেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেই। পরে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর পরীক্ষা করালে পজেটিভ ফল আসে। এ ঘটনার পর আমার স্ত্রী ও এক সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে আমরা তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। তবে কখন কোথায় এ রোগে আক্রান্ত হয়েছি তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন