স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টা: স্বামীর ৫ দিনের রিমান্ড আবেদন
তোর বিষ কমাচ্ছি’ বলেই স্ত্রী ইয়াসমিনের শরীরের সংবেদনশীল অঙ্গগুলোতে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টাকারী স্বামী রাসেলের (৩৫) ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার।
সহকারী পুলিশ সুপার জানান, স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টাকারী রাসেল স্বেচ্ছায় স্বীকারোক্তি না দেওয়ায় শনিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শনিবার আদালত বন্ধ থাকায় আগামীকাল এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে, স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ ইয়াছমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তার শরীরের নিম্নাঙ্গসহ শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সন্ধীপপাড়া গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী রাসেল। এরপর ইয়াসমিনের বাবাকে ফোন করে তাদের মেয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও ফোন করে জানিয়ে দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন