‘স্থানীয় সরকার কীভাবে চালাতে হয়, দেখিয়ে গেছেন আনিসুল’
সততা ও নিষ্ঠার সঙ্গে স্থানীয় সরকার প্রশাসন কীভাবে চালাতে হয়, তার দৃষ্টান্ত দেখিয়ে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। শনিবার বনানীর ২৩ নম্বর রোডের বাসায় আনিসুল হকের মরদেহে শেষশ্রদ্ধা জানাতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের কাছে একথা বলেন। তিনি বলেন, ‘সাহসিকতার সঙ্গে যেকোনো কাজ কীভাবে করতে হয়, তা আনিসুল হকের মাধ্যমে ঢাকাবাসী দেখতে পেয়েছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘নেতৃত্বের ক্ষেত্রে সফল এই ব্যবসায়ী সব সময় দৃড় এবং বলিষ্ঠ ছিলেন। লক্ষ্য অর্জনে কখনও কারও কাছে মাথা নত করেননি।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও আনিসুল হককে দেখতে বনানীতে আসেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, উপস্থাপক ও টিভি ব্যক্তিত্ব আনিসুল হক। শনিবার দুপুরে তার মরদেহ ঢাকায় আনা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন