স্বতন্ত্র প্রার্থীর মামলায় নৌকার সমর্থক গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/FB_IMG_1703036442593.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের স্বতন্ত্র (ট্রাক) প্রার্থীর সমর্থকের উপর হামলার অভিযোগে নৌকার প্রার্থীর সমর্থক সাবেক নাজিরপুর ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ৫ জনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছে।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক চেয়ারম্যান ও তার ভাই এবং ছেলে সহ ৫ জনের নাম উল্লেখ করে আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো লুৎফর রহমান জানান, ভোর রাতে আনুমানিক তিনটা সাড়ে তিনটার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা করার অভিযোগ উঠে নৌকার সমর্থকের বিরুদ্ধে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে আটক করেছে। নির্বাচনে পুলিশের দায়িত্ব জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন