স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী: সাতক্ষীরার কলারোয়াজুড়ে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃাতিচারণ ও বীরত্ব গাথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ মার্চ) বিকাল থেকে সারাদেশের ন্যায় উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে (চান্দুড়িয়া-কাদপুর) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
বক্তব্যকালে তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন-সংগ্রাম সহ বিভিন্ন গৌরবগাঁথা অবদানের কথা ধারাবাহিকভাবে তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে স্ব-স্ব অবস্থানে থেকে দেশ ও দশের জন্য কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধিবৃন্দ।
অনুুরূপভাবে, কলারোয়া পৌরসভায় পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল ও কাউন্সিলরদের নেতৃত্বে ওয়ার্ডে ওয়ার্ডে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে, উপজেলার জয়নগর, জালালাবাদ, কয়লা, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, কেরালকাতা, হেলাতলা, কুশোডাঙ্গা, দেয়াড়া ও যুগিখালি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সদস্যদের নেতৃত্বে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন