স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল গ্রামের যুবকরা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের কুমারপুর গ্রামের বিপদগ্রস্ত কৃষক মো. মেনু মিয়া। ধানের মূল্যের চেয়ে দিনমজুরের মূল্য অনেক বেশি হওয়ায় ফসল ঘরে তুলতে পারছিলেন না তিনি। বিষয়টি জেনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাঁর কেটে দিয়েছে এলাকার ৭০ জন যুবক।
শুক্রবার (১৭ মে) কৃষক মেনু মিয়ার ছয় বিঘা জমির সব ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা। ধান কাটতে আসা যুবক সোহেল মিয়া বলেন, ‘শুনেছি মেনু চাচা টাকার অভাবে জমির ধান কাটতে পারছেন না। ক্ষেতে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। তাই আমরা এলাকার যুবকরা আলাপ আলোচনা করে ৭০ জন যুবক একত্রিত হই। আমরা মেনু চাচার ছয় বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দিয়েছি।’
এ ব্যাপারে কৃষক মেনু মিয়া বলেন, ‘স্বেচ্ছাশ্রমে এলাকার যুবকরা আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমার বিপদে তারা এগিয়ে এসে আমার উপকার করেছে। তাই তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন