স্মার্ট বাংলাদেশের সুনাগরিক হতে হলে জ্ঞান অর্জন করতে হবে : মোতাহার হোসেন এমপি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার আয়োজনে নবীনবরণ, দোয়া, আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাললমনিরহাট-১ ( হাতীবান্ধা – পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।তিনি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশের সুনাগরিক হতে হলে জ্ঞান অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, জ্ঞান আরোহণের বিকল্প নেই। জ্ঞানহীন মানুষ পশুর সমান। প্রতিষ্ঠানের গেটে লেখা থাকে শিক্ষার জন্য এসো, সেবার জন্য ফিরে যাও।নবী করিম (সা:) বলেছেন, শিক্ষার জন্য সুদূর চীন দেশে যাও।অর্থাৎ ইসলাম ধর্মেও জ্ঞান অর্জনের গুরুত্ব দেয়া হয়েছে।

বুধবার অত্র মাদ্রাসা মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, ওসি শাহা আলম, অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, সিন্দুর্না ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নূরুল আমিন, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু, মিলনবাজার হাফেজ বজলুর রহমান মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুল আলম ও ইউপি সদস্য আশরাফ আলী প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি আলোচনা শেষে অত্র প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণির ৯০ জন শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ করেন।