স্মার্টকার্ডে আরেকজনের ভোট দেওয়ার সুযোগ থাকবে না
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, স্মার্টকার্ডের মাধ্যমে আমাদের নির্বাচন সুষ্ঠু করার উদ্দেশ্য বাস্তবায়ন হবে। আগে একজন আরেকজনের ভোট দেওয়ার সুযোগ থাকলেও এখন আর সে সুযোগ থাকবে না।
কারণ ছবিসহ হাতে স্মার্টকার্ড থাকবে। ২৬ থেকে ২৭টি সেবা এ কার্ডের মাধ্যমে আপনারা পাবেন। আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের পৌনে পাঁচ লাখ ভোটারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, যখন পৃথিবীর কাছে দেশের অবস্থান অপরিচিত ছিল তখনও বিশ্বে নারায়ণগঞ্জের অবস্থান ছিল। মানুষ তখন নারায়ণগঞ্জকে জানত। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নারায়ণগঞ্জের অবস্থান অনেক আগে থেকেই এগিয়ে।
সিইসি বলেন, জঙ্গি মোকাবিলাসহ সব কাজে স্মার্টকার্ড বিশেষ ভূমিকা রাখবে। আগে মোবাইলের মাধ্যমে সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করতে হতো। এখন এই কার্ডের মাধ্যমে যেকোনো সন্ত্রাসীর সব তথ্য আমরা পেতে পারি।
আগে একজন অপরাধীর স্থানে অন্য মানুষ ৭ বছর জেল খেটেছে বা অন্য অপরাধী গ্রেপ্তার হয়েছে এমন অবস্থার তৈরি হলেও এখন আর সৃষ্টি হবে না।
নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসি সচিব হেলালউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, র্যাব ১১র অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, এনআইডি নিবন্ধন আধুনিকীকরণ বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের মেম্বাররা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন