সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চলছে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/01/traffic-143098.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে তৃতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ১৫ দিনব্যাপী এই অভিযান চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, বিজয় সরণিসহ বিভিন্ন এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছেন। এছাড়াও পথচারীদের জেব্রা ক্রসিং মেনে রাস্তা পারাপার, ফুটপাত এবং ফুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
ট্রাফিক শৃঙ্খলা পক্ষের আওতায় উল্টো পথে ও হেলমেট ছাড়া মোটরবাইক চালালে করা হচ্ছে জরিমানা। এ ছাড়া লেন মেনে চলতে উৎসাহিত করা হচ্ছে। এতে সহায়তা করছে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটসহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সদস্যরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন