হজযাত্রীদের চিকিৎসায় মেডিকেল দল ঘোষণা
আসন্ন হজে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ২৬৭ সদস্যবিশিষ্ট হজ মেডিকেল দল ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ -১) মো. আবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো এনায়েত হোসেনকে চিকিৎসক দলের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।
বাকিদের মধ্যে ১১৫ জন চিকিৎসক, ৯৭ জন নার্স/ব্রাদার, ৪৩ জন ফার্মাসিস্টি ও ১২ জন স্বাস্থ্য সহকারী/প্যারামেডিক্স/ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে।
জানা গেছে, দুই পর্যায়ে মেডিকেল টিমের সদস্যরা সৌদি আরব যাবেন। প্রথম দলটি এনায়েত হোসেনের নেতৃত্বে ২২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর ও দ্বিতীয় দলটি লে. কর্নেল জুলফিকার আলমের নেতৃত্বে ২৪ আগস্ট থেকে ৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন