হজে মারা গেছেন ১৩৯ বাংলাদেশি, সবাইকে সৌদিতে দাফন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/09/hajj.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এ বছর হজ করতে গিয়ে মোট ১৩৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের সবাইকে সৌদি আরবে দাফন করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে এতে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, মো. মকবুল হোসেন এবং মোহাম্মদ আমির হোসেন অংশগ্রহণ করেন।
বৈঠকে ৩৭তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে হজ কার্যক্রম ‘সফলভাবে’ সম্পাদিত হওয়ায় এর সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ এবং মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায় কমিটি।
বৈঠকে হজ থেকে প্রাপ্ত অতীত অভিজ্ঞতার আলোকে হজের পরিকল্পনা প্রণয়নের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন