হঠাৎ করেই ফেসবুক-ইনস্টাগ্রাম অকার্যকর!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/image-113950-1542724807.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিশ্বের সর্ববৃহৎ সামাজিকমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম হঠাৎ করেই অকার্যকর হয়ে পড়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর বিশ্বব্যাপী সামাজিকমাধ্যম দুটিতে এ সমস্যা দেখা দেয়।
যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে।
সন্ধ্যা ৬টার পর বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীরাও এ সমস্যার সম্মুখীন হয়। ফেসবুকে কোনো কিছু শেয়ার দিতে গেলে বা অন্যান্য ফিচার ব্যবহার করতে গেলে সমস্যা দেখা যায়।
ফেসবুকের পেজে কোনো ফিচার ব্যবহার করতে গেলে হোম পেজে ‘সার্ভিস আনএভেইলেবল’ লেখা প্রদর্শন করে।
ইনস্টাগ্রামের লগইন করার চেষ্টা করা হলে ‘দ্য ওয়েব সার্ভিস উডনট লোড’ (এই ওয়েবসাইট লোড নেয়া সম্ভব হচ্ছে না) লেখা প্রদর্শন করে।
রাত সাড়ে ৮টায় এ খবর লেখা পর্যন্ত ফেসবুক ও ইনস্তাগ্রামে এ সমস্যা অব্যহত ছিল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন