হত্যাকারী হাসিনার বিচারের দাবিতে
সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষার্থীদের মিছিল ও রোডমার্চ
ছাত্র-জনতা হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও রোডমার্চ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
এতে স্থানীয় বিভিন্ন হাইস্কুল ও কলেজের ছাত্র ও ছাত্রীরা স্বতস্ফুর্ত অংশ নেন।
মিছিলে ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দেবো না…’ ইত্যাদি স্লোগানে মুখোর করে তোলে গোটা কলারোয়া বাজার।
এদিকে, একই দিন বিকেলে অনুরূপভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রোডমার্চ করে শিক্ষার্থীরা। পরে চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন