‘হরতালে জ্যাম হয়, বামদের লজ্জা লাগে না’

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হরতালে ট্রাফিক জ্যাম হয়। এতে বুঝা যায়, কেমন হরতাল? বাম ভাইদের লজ্জা লাগছে না?

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার আওয়ামী প্রজন্ম লীগ আয়োজিত হরতাল বিরোধী এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

বাম ধারার রাজনীতিবিদদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, আপনাদের দলে যারা আছেন তাদের আরেকটু পড়াশোনা করার আহবান জানাচ্ছি। আশপাশের দেশগুলোর চেয়ে বাংলাদেশে বিদ্যুতের দাম কম।

হরতাল আহবানকারীদের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানে খাল কাটার সময় আপনারা সেখানে ছিলেন। এখন আপনাদের হরতালে বিএনপি সমর্থন দেয়।

তিনি বলেন, মৌলবাদীদের শক্তিশালী করবেন না। নিজেদের হাস্যকর করবেন না।

বাংলাদেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, পৃথিবীর সব দেশে নির্বাচিত সরকারই নির্বাচন পরিচালনা করে। যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্টের অধীনে নিবার্চন হয়।

বাংলাদেশেও বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ আওয়ামী লীগ ও প্রজন্ম লীগ নেতারা উপস্থিত ছিলেন।