হাইকোর্টে ১৮ জন অতিরিক্ত বিচারক নিয়োগ
হাইকোর্টে ১৮ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।
সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাঁদের শপথের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য তাঁদের এ নিয়োগ দেওয়া হয়।
নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারকেরা হলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য মো. আবু আহমেদ জমাদার, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, শশাংক শেখর সরকার, এস এম মনিরুজ্জামান, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজউদ্দিন খান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল ও কে এম হাফিজুল আলম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন