হাওরাঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণার দাবিতে মদনে পথ সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রতিনিধি, মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদনসহ হাওরাঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণার দাবিতে জেলা কৃষক ও ক্ষেতমজুর সমিতির উদ্যোগে বৃহস্পতিবার মদন পৌরসদরের চৌরাস্তার মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। ত্রান বিতরণের তালিকা প্রণয়নে অনিয়মের নিন্দা জানিয়ে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই পথ সভার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু ও আবু হান্নানের নেতৃত্বে পথ সভায় বক্তব্য রাখেন, সাবেক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ও মুক্তমঞ্চের স্লোগান কন্যা কমরেড লাকী আক্তার, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, এমদাদুল হক রেন্টু প্রমূখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন