হাঙ্গরের কাছে ফেলপসের হার
অলিম্পিক কিংবদন্তি মাইকেল ফেলপস ডিসকভারি চ্যানেল আয়োজিত হাঙ্গর সপ্তাহের উৎসবে একটি গ্রেট হোয়াইট হাঙ্গরের বিরুদ্ধে সাঁতারে হেরে গেছেন।
হাঙ্গরের কাছে দুই সেকেন্ডের ব্যবধানে হার মানেন মার্কিন কিংবদন্তি। মুক্ত জলরাশিতে ফেলপস এবং গ্রেট হোয়াইট হাঙ্গরের ১০০ মিটারের সাঁতার হয়। কিন্তু ঠিক সময় শুরু হতে পারেনি।
অলিম্পিকে ২৮টি সোনার পদক জেতা ফেলপস কিন্তু এদিন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি। পারাটা কঠিনও ছিল বটে। এই হাঙ্গর যে প্রতি ঘণ্টায় ২৫ মাইল সাঁতার কাটতে
পারে।
৩০ জুলাই ‘মাইকেল ফেলপসের সঙ্গে হাঙ্গরের স্কুলে’ শিরোনামের একটি প্রদর্শনীতে দেখা যাবে ফেলপসকে। ফেলপস-হাঙ্গর সাঁতারের পর এখন হয়তো উসাইন বোল্ট বনাম চিতার দৌড় দেখার অপেক্ষায় থাকবে দর্শকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন