হাজারি ক্লাবের দ্রুততম সদস্য হচ্ছেন সৌম্য
বহুদিন রান খরায় ভোগার পর ভালোই হাসছে মারকুটে সৌম্য সরকারের ব্যাট। ধারাবাহিকতা বজায় রেখে আজকের ম্যাচে বড় ইনিংস খেলে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন নিজেকে।
পরিসংখ্যান বলছে মাত্র ৭৫ রান হলেই সৌম্য সরকার হাজারি ক্লাবের সদস্য হয়ে যাবেন। আজকের ম্যাচে এই রান করতে পারলে দ্রুততম সময়ে বাঙালি ক্রিকেটার হিসেবে হাজারি ক্লাবের সদস্য হবেন সৌম্য। এখন পর্যন্ত ২৫ ইনিংসে সৌম্যর ব্যাট থেকে এসেছে ৯২৫ রান।
এর আগে ২০০৬ সালে ২৯ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন শাহরিয়ার নাফিস। এরপর ১১ বছর পেরিয়ে গেলেও শাহরিয়ার নাফিসের রেকর্ড ভাঙতে পারেনি কেউ। ইমরুল কায়েস ও নাসির হোসেন সর্বোচ্চ ৩৪ ইনিংসে চার অংকের ফিগার ছুঁয়েছেন।
সৌম্যর পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদের সামনেও রয়েছে তিন হাজারি ক্লাবের সদস্য হওয়ার সুযোগ। ১৪০ ওয়ানডে খেলা রিয়াদের তিন হাজারি ক্লাবে প্রবেশে লাগবে মাত্র ২৮ রান।
আজকের ম্যাচে প্রয়োজনীয় রান তুলতে পারলে বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রানের মাইলফলক অতিক্রম করবেন মাহমুদউল্লাহ।
টাইগরাদ সদস্যদের মধ্যে ওয়ানডেতে সবথেকে বেশি রান তামিমের (৫৩৮৫)। এরপর রয়েছেন সাকিব আল হাসান (৪৭৯৬), মুশফিকুর রহিম (৪১৯০) এবং মোহাম্মদ আশরাফুল (৩৪৬৮)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন