হাত কাঁপছিলো-কপাল ঘর্মাক্ত, কালিমা পাঠ শেষেই হেসে উঠলেন
শিরোনামের এই ঘটনা ঘটে এক খ্রিস্টান ধর্মাবলম্বী যুবকের ইসলাম গ্রহণের সময়। শুক্রবার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
ব্রুকলিনের বায়তুল মামুর মসজিদের ঘটনাটি তুলে ধরেছেন মুহাদ্দিস মাহমুদুল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটি তুলে ধরেছেন এভাবে-
‘‘আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ
আজ জুমুয়ার খুতবা প্রদান করি মসজিদ বায়তুল মামুর, মুনা সেন্টার, ব্রুকলিন, নিউইয়র্কে। খুতবার পূর্বে এই খ্রিষ্টান ভাইটি আমাদের নিকট শাহাদা বাক্য পাঠ করে ইসলামে দীক্ষিত হন। আলহামদুলিল্লাহ
আমাদের ভাইটি নতুন নাম পছন্দ করেছেন, ‘আবদুল্লাহ’।
ভাইটি যখন ভাঙ্গা ভাঙ্গা গলায় কালিমা পাঠ করছিলেন; তখন আমি লক্ষ্য করছিলাম, তাঁর হাত কাঁপছে, কপাল ঘর্মাক্ত হয়ে যাচ্ছে,সুবহানাল্লাহ!! কালিমা পাঠ করেই সে হেসে উঠছিল, আর মুসল্লিরা সবাই উচ্চস্বরে বলে উঠছিল “আল্লাহু আকবার।” মুনার ইলেক্টেড প্রেসিডেন্ট ইমাম মাওলানা দেলাওয়ার হোসাইন ভাইজান পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ।’’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন