হাতিয়ায় অস্ত্রসহ দস্যু কালাম বাহিনীর ৩ সদস্য গ্রেফতার
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগর ও মেঘনানদীর উপকূলীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী জলদস্যু কালাম বাহিনীর তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে মেজর আশিক বিল্লাহ সহ একটি অভিযানিক দল সোমবার গভীর রাতে হাতিয়ার উপকূলীয় এলাকায় এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে নোয়াখালী সার্কিট হাউজে র্যাব-১১ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর আশিক বিল্লাহ। তিনি জানান, আটককৃত তিন জলদস্যু হলো মো. রাসেল উদ্দিন, বাহার উদ্দিন ও আবুল হোসেন। রাসেল বর্তমানে সাগর ও নদীতে দস্যু বাহিনীর কমান্ডার হিসেবে কাজ করছিলো। তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি এবং ৫টি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে। কালাম বাহিনীর এ তিন সদস্যের বিরুদ্ধে নোয়াখালীর উপকূলীয় জেলেদের অপহরণ, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষনসহ বিভিন্ন থানায় ডজন খানিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি কোম্পানী কমান্ডার সিপিসি-৩ নরেশ চাকমা, সিনিয়র এএসপি মো. জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন