হাতীবান্ধায় বিদুৎস্পৃষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় রোববার বিকেলে বিদুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ইদ্রিস আলী (১৩) ই এলাকার মোহাম্মদ আলীর ছেলে৷ সে গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, ইদ্রিস আলী নিজ বাড়ির বিদুৎ লাইন নিয়ে খেলা করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন