হাতীবান্ধায় মাদক অভিযানে গিয়ে পিস্তল ও গুলি উদ্ধার; আটক-১
লালমনিরহাটের হাতীবান্ধায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক অভিযানে গিয়ে ১০কেজি গাঁজাসহ একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করছে থানা পুলিশ। এ ঘটনায় আপেল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত আপেল(২৫) উপজেলার গোতামারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর গোতামারী এলাকার আজিজার রহমানের ছেলে।
বুধবার (২১ আগস্ট) বিকেল উপজেলার গোতামারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর গোতামারী এলাকা থেকে মাদকসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার তদন্ত অফিসার নির্মল কুমার মোহন্তের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উত্তর গোতামারী এলাকার আপেল (২৫) নামের এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এসময় ১০কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাড়ি তল্লাশি করলে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।
এ বিষয় হাতীবান্ধা থানার তদন্ত অফিসার নির্মল কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতের মধ্যে জেল হাজতে পাঠানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন