হাথুরুসিংহের ক্ষমতা পেলেন স্টিভ রোডস
বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে কোচ হিসেবে চন্দ্রিকা হাথুরুসিংহে যে পরিমাণ ক্ষমতা পেয়েছিলেন, তা ইতিহাসে বিরল। সাবেক এই কোচ যেন ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। দল নির্বাচন থেকে শুরু করে মাঠের সিদ্ধান্ত এমনকী একাদশ নির্বাচনেও ছিল তার একক কর্তৃত্ব। এবার তার মতোই নির্বাচক কমিটিতে রাখা হচ্ছে নতুন কোচ স্টিভ রোডসকে।
ক্রিকেট বিশ্বে বিরল নজির গড়ে ২০১৬ সালের জুনে দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গড়েছিল বিসিবি। এই কমিটিতে রাখা হয়েছিল দলের ম্যানেজারকেও। হাথুরু পরবর্তী যুগেও তুমুল বিতর্কিত সেই দুই স্তরের নির্বাচক কমিটি বহাল রাখা হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এই কমিটির প্রধান। নতুন কোচ স্টিভ রোডসও আনুষ্ঠানিক ভাবে থাকছেন অন্যতম নির্বাচক হিসেবে।
সংবাদমাধ্যমের কাছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আগে যা ছিল, সেই পদ্ধতিই থাকছে। নির্বাচন পদ্ধতি যা ছিল, একটা কমিটি থাকবে যেটির প্রধান থাকবেন ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান। পাশাপাশি কোচ, ম্যানেজার এবং নির্বাচকদের কম্বিনেশনে হবে।’
তিনি আরও বলেন, ‘কোন ধরণের খেলা, কি ধরণের পিচ, কেমন কন্ডিশনে খেলা হবে, এসব কোচ বলে দেবে। নির্বাচকরা তার পর দল নির্বাচন করে পাঠাবে। চূড়ান্ত একাদশ কিন্তু অধিনায়কের। ওখানে নির্বাচক বা আমাদের কিছু বলার নেই। সেরা একাদশ মূলত অধিনায়ক আর কোচ ঠিক করবেন।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন