হানিপ্রীতের সন্ধান পেতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/233303honeypreets_kalerkantho_pic-800x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ধর্ষণের দায়ে জেলবন্দি গুরমিত রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীত ইনসানের বিষয়ে কোনো খবর দিয়ে গ্রেপ্তারে সাহায্য করলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন সমাজকর্মী ফকিরেলাল ভোজবল। তিনি হানিপ্রীতকে গ্রেপ্তারের দাবিতে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের জেলাশাসকের দপ্তরের সামনে ধর্ণায় বসেছেন।
সারা শহরে হানিপ্রীতের পোস্টারও লাগিয়ে দিয়েছেন ভোজবল। তাঁর আশা, পুরস্কার ঘোষণার পর হানিপ্রীতের খোঁজ পাওয়া যাবে।
জেলাশাসক প্রকাশ শ্রীবাস্তব অবশ্য ভোজবলের ধর্ণা ও পুরস্কার ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, যে কেউ ধর্ণায় বসতেই পারেন। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বেআইনি কোনো কার্যকলাপ দেখলে পুলিশ ব্যবস্থা নেবে। সূত্র: ইন্টারনেট
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন