হাসপাতালে একাধিক এক্সরে হয়েছে খালেদার
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবল এক্সরে করা হয়েছে। তার রক্ত পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার কথা ছড়ালেও তেমনটি কিছু হয়নি।
আর খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকরাই এই পরীক্ষা করেছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা ডা. মামুন, ডা. এফ এম সিদ্দিকী, ডা. ওয়াহিদুর রহমানসহ কয়েকজনের নাম জানান।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত খালেদা জিয়ার হাসপাতালে অবস্থান শেষে ব্রিফিং করেন হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল হারুন। তিনি বলেন, ‘এখানে ওনার কেবল এক্সরে হয়েছে। একাধিক এক্সরে হয়েছে। অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা কারাগারেই হয়েছে।’
এক্সরে প্রতিবেদন কখন পাওয়া যাবে-এমন প্রশ্নে হাসপাতাল পরিচালক বলেন, ‘আগামীকালই পাওয়া যাবে।’
‘আমরা প্রতিবেদেন দিয়ে দেব। এবং ওনার চিকিৎসা মেডিকেল বোর্ডেই করবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন