হাসপাতালে খালেদা জিয়ার কক্ষে প্রবেশের চেষ্টা, আটক যুবক ২ দিনের রিমান্ডে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্ষে (কেবিনে) প্রবেশের চেষ্টাকালে আটক সুজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওই যুবকের নাম সুজন। তাঁকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে সুজনকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেল ৫টার দিকে ওই ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে আটক করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, কেন এই যুবক হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেছিল তা জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন