হাসিনা-মোদি বৈঠকে আলোচনার বিষয় কী ছিল?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে বৈঠক করেছেন। শুক্রবার বিকেলে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন: বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট এবং আন্তর্জাতিক বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী দুই দিনের সরকারি সফরে শুক্রবার সকালে ভারতে পৌঁছান। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে নবনির্মিত বাংলাদেশ ভবন উদ্বোধন করেন শেখ হাসিনা। এসময় একমঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সকালে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দেবেন শেখ হাসিনা। সেখানে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেওয়া হবে।
কলকতায় ফিরে বিকালে নেতাজী জাদুঘর পরিদর্শন করার পর শনিবার রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন