হিসেব না বুঝে রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি- মতিয়া চৌধুরী
বিএনপি যোগ-বিয়োগ বোঝে না, এজন্যই দলটি দেশের রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমাবেশে নিয়ে প্রশ্নে তিনি বলেন, সারাদেশে বিএনপি যে সমাবেশ করছে এতে সরকার পরিবহন বন্ধ করছে না, বরং নিরাপত্তার কারণে পরিবহন মালিক সমিতি বন্ধ করতে পারে। আর ইন্টারনেট বিষয়টি অসমর্থিত কথা, কারণ আমেরিকার ইন্টারনেট রাশিয়া বন্ধ করতে পারে না, রাশিয়ারটা আমেরিকা বন্ধ করতে পারে না, আর আমাদের দেশে ইন্টারনেট বন্ধের কথাটি অসমর্থিত।
মতিয়া আরো বলেন, জিয়া যে কলম দিয়ে সংবিধানে বিসমিল্লাহ লিখেছে, সে কলম দিয়েই বার ও মদের লাইসেন্স দিয়েছে।
এসময় খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, যে ইন্টারনেট সংযোগ দিয়ে আপনি আপনার ছেলের সাথে কথা বলেন, তাও শেখ হাসিনা দিয়েছে।
এর আগে, সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেংসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন