হোয়াইট হাউজে ফরাসি প্রেসিডেন্টের লাগানো গাছ উধাও
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে গাছটি উপহার দিয়েছিলেন, সেটি হোয়াইট হাউজ চত্বর থেকে হঠাৎ উধাও হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় উত্তর-পূর্ব ফ্রান্সের যে এলাকায় যুদ্ধে জড়িয়ে পড়েছিল, সেখান থেকে সংগ্রহ করা চারাটি দুই দেশের নেতারা গত সপ্তাহে রোপণ করেছিলেন। খবর: বিবিসি।
ম্যাক্রন তখন মন্তব্য করেছিলেন, এই গাছ তাদের মধ্যকার সম্পর্কের কথা স্মরণীয় করে রাখবে।
কিন্তু শনিবার রয়টার্সের একজন ফটোগ্রাফারের তোলা ছবিতে দেখ যায়, যেখানে ওই চারা রোপণ করা হয়েছিল, হোয়াইট হাউজ লনের ওই জায়গায় শুধু নতুন ঘাসের চাপড়া দেখা যাচ্ছে।
ইউরোপিয়ান সেসিল ওক গাছের চারাটি বিলো উডের যুদ্ধের এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল। প্যারিসের উত্তরপূর্ব ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রের দুই হাজার সৈন্য মারা যায়।
চারাটি রোপণের চারদিনের মাথায় সেটি গায়েব হয়ে যায়। এবিষয়ে কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি। কিন্তু অনলাইনে এটি নিয়ে বিভিন্ন জল্পনাকল্পনা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন