১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাতক্ষীরার তালায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৬, খুলনার একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, সাতক্ষীরা জেলার তালা থানাধীন বারাত গ্রামস্থ জনৈক মোঃ আবুল হোসেনের মুদির দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ৬ জুলাই রাত সাড়ে ১১টার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রতন দাস (৩২), পিতা-শ্রী জদু দাস, সাং-৬নং ওয়ার্ড, আরশ নগর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং মোঃ আমজাদ হোসেন বিশ্বাস (৪৫), পিতা-শের আলী বিশ্বাস, সাং- ৫নং ওয়ার্ড, জাদপুর, থানা-তালা, জেলা-সাতক্ষীরা দ্বয়কে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলার তালা থানাধীন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন