১ নভেম্বর সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপের চিঠি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের বাসায় মঙ্গলবার সকাল ৮টার দিকে গেছেন আওয়ামী লীগের ৩জনের প্রতিনিধি দল।

ঐক্যফ্রন্টকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এখানে সাত দফা থেকে সব ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাম।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাম বলেন, ‘গত পরশু দিন ২৮ অক্টোবর ২০১৮ আমাদের জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত একটি পত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয় এবং আমি অফিসিয়ালি সেটা গ্রহণ করেছি। সেই চিঠির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছেন। তারই আলোকে তিনি একটি পত্র আমার মাধ্যমে ড. কামাল হোসেনের কাছে পাঠিয়েছেন। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধান সম্মত সকল বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর দ্বার সর্বদা উন্মুক্ত। তাই ওনারা আলোচনার জন্য যে সময় চেয়েছেন তারই পরিপ্রেক্ষিতে ১লা নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী তাদের আমন্ত্রণ করেছেন। আমি সেই পত্রটি কামাল হোসেনের কাছে পৌঁছে দিয়েছি।