১ মিনিট ‘ব্ল্যাক আউট’
১৯৭১ সালের ২৫ মার্চের বিভীষিকাময় কালরাতের হত্যাযজ্ঞ স্মরণে রাত ৯টায় ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি শুরু হয়ে ৯টা ১ মিনিটে শেষ পর্যন্ত। পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার শিকার হওয়া শহিদদের স্মরণে ১ মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার এ কর্মসূচি পালন করা হয়।
তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কি পয়েন্ট ইন্সটলেশন- কেপিআই) ও চলমান যানবাহন এ কর্মসূচির বাইরে থাকে। ১ মিনিট ব্ল্যাক আউটের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, সব জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ব্ল্যাক আউটের সময় কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন