১২ ঘন্টার ব্যবধানে কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো আরো একটি মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে ১২ ঘন্টার ব্যবধানে ফের ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যরে আরো একটি মৃত ডলফিন।
শনিবার দুপুর ২টার দিকে সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা।
পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি স্থানীয়দের ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটিচাপা দেয়ার নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, লেজের অংশে জাল পেচানো ডলফিনটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এর আগেও ইরাবতি, পরপয়েশ ও শুশক প্রজাতির বেশ কয়েকটি ডলফিন সৈকতে ভেসে এসেছে। ডলফিন মৃত্যুর কারণ অনুসন্ধান করা প্রয়োজন। বন্য প্রানী আইনে জটিলতা থাকায় ডলফিনটি মাটিচাপা দিতে বলা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে সৈকতের গঙ্গামতি ও ঝাউবাগান পয়েন্টে ৮ ফুট ও ৬ ফুট দৈর্ঘ্যরে দুটি মৃত ইরাবতি প্রজাতির মৃত ডলফিন সৈকতে ভেসে আসে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন