১২ দিন পর হজ ফ্লাইট : এখনো মক্কায় বাড়ি ভাড়া করতে পারেনি এজেন্সিগুলো

সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র ১২ দিন পর বাংলাদেশি হাজিদের হজ ফ্লাইট। অথচ সৌদি সরকারের ই-হজ ব্যবস্থাপনায় জটিলতার কারণে নির্ধারিত সময়ে মক্কায় এসেও বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারছে না বাংলাদেশের বেসরকারি এজেন্সিগুলো।

আসন্ন হজের বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন হলেও সৌদি সরকারের ডিজিটাল ই-হজ সিস্টেমের ত্রুটিজনিত কারণে নির্ধারিত সময়ের মধ্যেও মক্কায় হাজিদের বাড়িভাড়া মিনায় ও আরাফাত ময়দানে হাজিদের খাবারের ব্যবস্থা সম্পন্ন করা যায়নি।

এ কারণে হাজিদের মোফা (ভিসা) পাঠাতে ব্যর্থ হলে সময়মতো তারা সৌদি আরবে আসতে পারবেন কিনা, এ নিয়ে উদ্বেগ জানিয়েছে মক্কায় অবস্থানরত বাংলাদেশের বেসরকারি ৫৯৮টি হজ এজেন্সি।

সমস্যা সমাধানে করণীয় নিয়ে এজেন্সি প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার রাতে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ বৈঠক করেছে বলে জানান হাবের যুগ্ম মহাসচিব মওলানা ফজলুর রহমান।

তবে ই-হজ ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে বলে মনে করছেন মক্কায় বাংলাদেশ হজ মিশনের কনসাল হজ মো. আবুল হাসান।