১৫ আগস্ট পর্যন্ত বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। প্রতিবেশী দেশটির সঙ্গে আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থলসীমান্ত বন্ধ থাকবে। এরপর সীমান্ত খুলে দেয়া হতে পারে।
মঙ্গলবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
করোনার ঊর্ধ্বগামী প্রবণতা রোধে গত ২৬ এপ্রিল ভারতের সঙ্গে প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও কয়েক দফায় সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। আজ সীমান্ত বন্ধের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এবার নতুন করে সীমান্ত বন্ধের মেয়াদ ফের পাঁচ দিন বাড়ানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ১৫ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। কাল থেকে আমাদের এখানে লকডাউন শিথিল হচ্ছে, এছাড়া ভারতেও সংক্রমণ কমে যাওয়ায় গেছে। এই সময়ে বিষয়টা পর্যালোচনা করে পরেরবার হয়তো সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন