১৬ মিনিটেই মহাকাশে যাবে ‘গগনযান’, থাকবে ৭ দিন!
ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের ৬ মাস আগেই মহাকাশ মিশন সম্পন্ন করা হবে। মিশনের নাম দেয়া হয়েছে ‘গগনযান’। মাত্র ১৬ মিনিটেই গগনযান পৌঁছে যাবে পৃথিবীর অক্ষরেখায়। এবং অবতরণের সময় তা নেমে আসবে আরব সাগর বা বঙ্গোপসাগরে।
মঙ্গলবার ভারতীয় এক সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) চেয়ারম্যান কে শিবান।
তিনি জানান, GSLV Mk-III লঞ্চ ভেহিক্যাল ব্যবহার করা হবে এই মিশনের জন্য। মিশনে তিনজন ক্রু থাকবে। এই তিনজন মহাকাশচারীকে প্রস্তুতি নিতে হবে দুই থেকে তিন বছর। মহাকাশে তাদের থাকতে হবে ৫ থেকে ৭ দিন। এবং তাদের নির্বাচন করবে ভারতীয় বায়ু সেনা ও ইসরো যৌথভাবে।
এর আগে চলতি বছরের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন, ২০২২ সালের মধ্যেই ভারতীয় মহাকাশচারীদের মহাশূন্যে পাঠানো হবে।
উল্লেখ্য, ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা। রাশিয়ার সঙ্গে যৌথ এক মিশনে তিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন ১৯৮৪ সালে। তার সঙ্গে গগনযান মিশন নিয়ে কথা বলা হবে জানিয়েছে ইসরো। সূত্র: এবেলা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন