২০১৮ সালে বিমানে ২০১৭-তে গন্তব্যে
২০১৮ সালে উড্ডয়ন করে কয়েকটি বিমান ২০১৭ সালে অবতরণ করেছে। আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হলেও এমনটাই ঘটেছে। মূলত পৃথিবীর বিভিন্ন জায়গার সময়ের পার্থক্যের কারণে এটা ঘটেছে। ইন্ডিপেনডেন্ট জানায়, হাওয়াই এয়ারলাইন্সের একটি বিমানের ২০১৭ সালের ৩১ ডিসেম্বর রাত ১১:৫৫ মিনিটে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে যাত্রা করে একই তারিখে সকাল ৯:৪৫ মিনিটে আমেরিকার হনুলুলুতে অবতরণ করার কথা ছিল।
কিন্তু ফ্লাইটটি ছাড়তে ৫ মিনিট দেরি হওয়ায় প্লেনটি ২০১৮ সালের ১ জানুয়ারি উড্ডয়ন করে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সকাল ১০:১৬ মিনিটে অবতরণ করে। তবে সময়ের হিসাবে পেছনে ফিরে যাওয়া এটিই একমাত্র প্লেন নয়। অকল্যান্ড থকে ফ্রেঞ্চ পলিনেশিয়ার পাপেটিগামী একটি ফ্লাইটও একইভাবে এ বছর ১ জানুয়ারিতে যাত্রা করে আগের বছরের ডিসেম্বরের ৩১ তারিখে অবতরণ করেছে।
ফ্লাইট রাডার টুয়েন্টিফোর নামের একটি টুইটার অ্যাকাউন্ট বিভিন্ন দেশের মধ্যে বিমান চলাচল পর্যবেক্ষণ করে থাকে। তারা জানায়, ২০১৮ সালে তাইপে থেকে ছেড়ে যাওয়া ছয়টি বিমান আমেরিকা ও কানাডায় পৌঁছে ২০১৭ সালে ফিরে যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন