২০২১ সালের মধ্যে শিশুশ্রম নিরসন করবো : শ্রম প্রতিমন্ত্রী
জাতীয় পার্টির এমপি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, ২০২১ সালের মধ্যে আমরা শিশু শ্রম দূর করব। বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে একথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, এ শিশুশ্রম দূর করার ব্যাপারে অনেকেই বিশ্বাস করতে চান না। কিন্তু বলে রাখি; বিশ্বাস আপনাদের করতে হবে। আমরা এমন একটি দেশ যে দেশে গড় আয়ু তিনগুণ বৃদ্ধি করতে পেরেছি। অথচ এই গড় আয়ু ইউরোপে বৃদ্ধি করতে ৬০ বছরের বেশি সময় লেগেছিল। অথচ আমাদের সেই সময় লাগেনি। স্বাধীনতার পর ৪০ বছরেই আমরা গড় আয়ু তিনগুণ বৃদ্ধি করতে পেরেছি।
তিনি বলেন, এ সরকারের আমলে কোনো শ্রমিক অসহায় নেই। কারণ এ ব্যাপারে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। শ্রমিকরা মারা গেলে আমরা তহবিল থেকে টাকা দিচ্ছি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রেষ্ঠ শ্রমিক নেতা হিসেবে ঘোষণা করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন