২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে আমি কখনোই সরে দাঁড়াব না : ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে ২০২৪ সালের নির্বাচন থেকে ‘কখনোই সরে না দাঁড়ানোর’ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
পাশাপাশি জোর দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আবারো নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে জো বাইডেন উপযুক্ত নন। খবর এএফপি’র।
রিপাবলিকান এ রিয়েল এস্টেট ম্যাগনেট ফক্স নিউজ অ্যাঙ্কর কার্লসনকে বলেন, কোনো কিছুই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না, এমনকি তাকে দোষী সাব্যস্ত করা হলেও।একজন পর্ণ তারকার মুখ বন্ধ রাখতে অর্থ প্রদানের অভিযোগে তাকে নিউইয়র্কে ৩৪টি অপরাধমূলক মামলা মোকাবেলা করতে হচ্ছে।তিনি বলেন, ‘আমি কখনোই নির্বাচন থেকে সরে দাঁড়াব না। এটা আমার ব্যাপার না। আমি এটা করব না।’
গত সপ্তাহে গ্রেফতার হওয়ার ও আঙ্গুলের ছাপ নেয়ার পর ৭৬ বছর বয়সী ট্রাম্প তার প্রথম দেয়া গুরুত্বপূর্ণ সাক্ষাতকারে ৮০ বছর বয়সী ডেমোক্র্যাট জো বাইডেন ২০২৪ সালের প্রতিযোগিতায় থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।তিনি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি না এটা কিভাবে সম্ভব।’‘এটা বয়সের বিষয় নয়। আমার মনে হয় না তিনি পারবেন।’ট্রাম্প এবং অন্যান্য সিনিয়র রিপাবলিকান বার বার বাইডেনের মানসিক তীক্ষ্ণতা এবং প্রতীয়মান দুর্বলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন