২৩ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/11/বিএনপি.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আগামী ২৮ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠেয় পৌরসভা মেয়র নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
মনোনয়নপ্রাপ্তরা হলেন:
পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভায় মো. তৌহিদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. রেজাউল করিম (রাজা), দিনাজপুরের ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী, রংপুরের বদরগঞ্জে মো. ফিরোজ শাহ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভায় মো. শফিকুল ইসলাম, রাজশাহীর পুঠিয়ায় মো. আল মামুন, কাটাখালীতে আধ্যাপক মো. সিরাজুল হক, সিরাজগঞ্জের শাহজাদপুরে মো. মাহমুদুল হাসান, কুষ্টিয়ার খোকসায় রাজু আহমেদ, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভায় মো. সিরাজুল ইসলাম (মনি), খুলনার চালনায় মো. আবুল খায়ের খান, বরগুনার বেতাগীতে মো. হুমায়ুন কবির, পটুয়াখালীর কুয়াকাটায় মো. আবদুল আজিজ, বরিশালের উজিরপুরে মো. শহিদুল ইসলাম খান, বরিশালের বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান, ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহ আব্দুল্লাহ আল-মামুন, নেত্রকোনার মদনে মো. এনামুল হক, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভায় মো. আতাউর রহমান আতা, গাজীপুরের শ্রীপুরে মো. শহিদুল্লাহ শহিদ, সুনামগঞ্জের দিরাইয়ে মো. ইকবাল হোসেন চৌধুরী, মৌলভীবাজারের বড়লেখায় আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আবুল মুনছুর বিএনপির মনোনয়ন পেয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন