২৩ মাসের শিশুর পেটে ২১টি চুম্বক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/abu-dhabi-20170802160809.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সংযুক্ত আরব আমিরাতে ২৩ মাস বয়সী একটি শিশুর পেট থেকে ২১টি চুম্বক বের করেছেন চিকিৎসকরা। রাজধানী আবু ধাবির আল আইন সিটির তাওয়াম হাসপাতালে শিশুটির সফল অস্ত্রোপচার হয়েছে। খবর খালিজ টাইমসের।
ড. খালিদ আল হারবির নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম ওই শিশুটির অস্ত্রোপচার করেছেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পরেই চিকিৎসকরা জানতে পারেন যে, তার পেটে ২১টি চুম্বক রয়েছে।
চুম্বকগুলো পেটের ভেতর একটি অন্যটির সঙ্গে লেগে ছিল। এই চুম্বকগুলোর কারণে শিশুটির পেটের ভেতরে মারাত্মক সমস্যা দেখা দিতে পারত। তাই দেরি না করে চিকিৎসকরা দ্রুত শিশুটির অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন।
ড. খালিদ আল হারবি বলেন, আল্লাহর কাছে অসংখ্যা ধন্যবাদ। দক্ষ চিকিৎসকদের টিম এবং অস্ত্রপচারের উন্নত সরঞ্জামের কারণে সফলভাবেই আমরা শিশুটির পেট থেকে সব চুম্বক বের করতে সক্ষম হয়েছি। শিশুটি এখন সুস্থ এবং নিরাপদ রয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন