২৫ কি.মি. চিরচেনা যানজটে উত্তরের যাত্রীরা!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/dhaka-tangail-street-20180126120459.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মহাসড়কের যানজট এতো নিত্য দিনের ঘটনা। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী নিয়মিত এই পথে যাতায়াত করেন তাদের কাছে খুবই পরিচিত এই ঘটনাটি। সাধারণত খুব বেশি যানজট না থাকলে যে পথে ঢাকা থেকে বগুড়া পৌঁছতে সাড়ে ৪ ঘণ্টা লাগে, এখন তা লাগে ১০ কিংবা ১২ ঘণ্টা। ঠিক ঐ ঘটনাটি বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত থেকে ওই মহাসড়কে ঘটেছে। সেখানে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কের টাঙ্গাইলের অংশে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে করটিয়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে এই অংশের রাস্তা পাড়ি দিতে দিগুণের বেশি সময় লেগে যাচ্ছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা। তবে মহাসড়কে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বৃহস্পতিবারে গভীর রাতে প্রায় ২ ঘণ্টার বেশি সেতু এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে করে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
একটি সূত্রে জানা যায়, এই যানজটে স্বাস্থ্যমন্ত্রী অনেকক্ষণ আটকা পড়েছিলেন। পরে বেলা বাড়ার সাথে সাথে শুক্রবার ভোর থেকেই মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে করটিয়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
এ ছাড়া মহাসড়কে চারলেনের কাজের জন্য এ সমস্যা হচ্ছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, মহাসড়কে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। আশা করছি, দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন