২৫ পয়সা কলরেট চান শিক্ষার্থীরা
মোবাইল ফোনের কলরেটের ওপর ২৭ শতাংশ বর্ধিত শুল্ক বাতিল ও কলরেট প্রতি মিনিটে ২৫ পয়সা করার দাবিতে মানববন্ধন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।
রোববার বিশ্ববিদ্যালয়ের বাদাম তলায় এ মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের প্রতিনিয়তই প্রযুক্তির ওপর নির্ভরশীল হতে হচ্ছে। কিন্তু সরকার প্রতিনিয়ত বারবার এ প্রযুক্তির অন্যতম ক্ষেত্র মোবাইল ফোনে কলরেট বাড়ানোর মাধ্যমে বহির্বিশ্বে যোগাযোগের ব্যাঘাত ঘটছে। যেটি একজন ছাত্রের জন্য অতিরিক্ত চাপ হয়ে দাঁড়াচ্ছে। তাই সাধারণ মানুষের কথা বিবেচনা করে কলরেট প্রতি মিনিট ২৫ পয়সা করার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি।
প্রসঙ্গত, মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ সম্পূরক শুল্ক, ২ শতাংশ সারচার্জ আরোপিত থাকলেও এ বছরের ১৩ জুন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাবকালে আরো ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী। এতে, সব মিলে এ খাতে শুল্কের হার হবে ২৭ শতাংশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন