২৭ জুলাই ট্রাবের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

আগামী (২৭ জুলাই) বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে কাকরাইলস্থ হোটেল রাজমনি ঈশা খাঁ ব্যাংকুইট হলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি থাকবেন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব ও মুভিসম্রাট বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খন্দকার মাহবুবুল হক, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম, মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন মিয়া।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলিম, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট সোহানা মহিউদ্দিন, সঞ্চালনা করবেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ, স্বাগত বক্তব্য রাখবেন উদযাপন কমিটির চেয়ারম্যান হামিদ মোহাম্মদ জসিম, কো-চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম গাজী, সদস্য সচিব হাফিজ রহমান। সভাপতিত্ব করবেন, সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে ট্রাব সভাপতি সালাম মাহমুদ ও সাধারণ সম্পাদক অনজন রহমান সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















